

ফেব্রুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাত সফর করবে আফগানিস্তান। এই সিরিজের জন্য আফগানিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পিএসএলের প্রথম সপ্তাহে অনুপস্থিত থাকবেন।
গত নভেম্বরে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানকে নিয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে আবুধাবিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজন করবে। যেখানে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) লজিস্টিক ও অবকাঠামোগত সহায়তা প্রদান করবে।
মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। এরফলে আফগান খেলোয়াড়রা পিএসএলের প্রথম অংশ মিস করবেন।
এসিবির সিইও নসিব খান বলেছেন, ‘এই টি-টোয়েন্টি সিরিজ খেলা আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রথম ধাপ।’
আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের সাথে প্রতি বছর তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ খেলবে এবং এর বিনিময়ে, তারা হোম ফিক্সচার হোস্ট করার জন্য সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু ব্যবহার করবে।
আফগানিস্তানের ২২ সদস্যের স্কোয়াড:
রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আব্দুল রহমান রহমানি, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, বিলাল সামি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, গুলবেদিন নাইব, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাঙ্গিয়াল খারোতি, নাভিন উল হক, নিজাত মাসুদ, নূর আহমদ, রহমত শাহ, সেদিকুল্লাহ অটল, শহীদউল্লাহ কামাল, শরফুদ্দিন আশরাফ, জহির খান।