

জনপ্রিয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা টেনিস খেলা থেকে অবসর নিয়েছেন। একাধিক গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জেতা সানিয়া মির্জার ক্যারিয়ার সফলই বলতে হবে।
সানিয়া মির্জার অবসরের ক্ষণে তার স্বামী, পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ত্রিবিউট জানিয়েছেন।
টুইটার ও ইনস্টাগ্রামে সানিয়া মির্জার ছবি পোস্ট করে শোয়েব মালিক লেখেন, ‘তুমি অনেকের কাছেই অনুপ্রেরণার নাম এবং ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছো। আমি তোমাকে নিয়ে গর্বিত এবং আগামী দিনের জন্য শুভকামনা জানাই।’
– You are the much needed hope for all the women in sports. Super proud of you for all you have achieved in your career. You’re an inspiration for many, keep going strong. Many congratulations on an unbelievable career… pic.twitter.com/N6ziDeUGmV
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) January 27, 2023
এই মুহূর্তে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন শোয়েব মালিক, খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।