ভারত সফরে প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড

ভারত নিউজিল্যান্ড
Vinkmag ad

ভারত সফরে প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজটা ভুলে যেতে চাইবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, কারণ সেখানে ব্যাটে-বলে তাদের নৈপুন্য ছিল হতাশাজনক। তিনে ম্যাচের সেই সিরিজ হেরেছিল ৩-০ তে। তবে হতাশা কাটিয়ে ওঠার মতো উপলক্ষ অবশ্য কিউইরা পেয়ে গেছে টি২০ সিরিজে এসে। শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে স্বাগতিক ভারতকে ২১ রানে হারিয়ে টি২০ সিরিজে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ডেভন কনওয়ে (৫২) এবং ড্যারিল মিচেলের (৫৯*) জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রান করে। জবাবে খেলতে নেমে মাইকেল ব্রেসওয়েল, মিচেল সান্টনার এবং লকি ফার্গুসনের বোলিং তোপে ৯ উইকেটে ১৫৫ রানের বেশি কর‍তে পারেনি ভারত। ফলে ২১ রানে ভারতকে হারিয়ে টি২০ সিরিজে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড।

রাঁচিতে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জয়লাভ করে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে মাত্র ২৬ বলে যোগ করেন ৪৩ রান। অ্যালেন ও কনওয়ের আগ্রাসী ব্যাটিংয়ে শুরুটা সুখকর হয়নি ভারতীয় বোলারদের। দলীয় ৪৩ রানে ফিন অ্যালেনকে (৩৫) ফিরিয়ে সেই জুটি থামান ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারের শেষ বলে তিনে নামা মার্ক চ্যাপম্যানকে (০) সাজঘরে পাঠান সুন্দর। ফলে ৪৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর কনওয়ের ব্যাটে দ্রুত ছুটতে থাকে কিউইরা। নিউজিল্যান্ডের এই ওপেনার তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসের সাথে গড়েন ৬০ রানের জুটি। ৪৭ বলে ৬০ রানের সেই জুটি নিউজিল্যান্ডের বড় পুঁজির ভিত গড়ে দেয়। দলীয় ১০৩ রানে গ্লেন ফিলিপসকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। জুটি গড়ার পথে ডেভন কনওয়ে ৩১ বলে ৭ বাউন্ডারি এবং ১ ছক্কায় করেন ফিফটি। ফিফটির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কনওয়ে, দলীয় ১৩৯ রানে তাকে ফেরান আর্শদ্বীপ সিং। ৩৫ বলে ৭ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৫৩ রান করে কনওয়ে ফিরেন সাজঘরে।

কনওয়ের বিদায়ের পর নিউজিল্যান্ডের ইনিংস আগায় ড্যারিল মিচেলের ব্যাটে। মাত্র ২৬ বলে ২ চার এবং ৫ ছক্কার সাহায্যে মিচেল হাঁকান ফিফটি। যেখানে আর্শদ্বীপ সিং করা ইনিংসের শেষ ওভারে ৩ ছক্কা এবং এক বাউন্ডারিতে তুলেন ২৭ রান। ফিফটি হাঁকিয়ে মিচেল মাঠ ছাড়েন ৩০ বলে ৫৯ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলে। সেই সাথে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে পায় ১৭৬ রানের লড়াকু পুঁজি।

কনওয়ে ও মিচেলের সামনে বড় অসহায় ছিলেন ভারতীয় বোলাররা। এক আর্শদ্বীপ সিংয়ের ৪ ওভার থেকে কিউই ব্যাটার রান তুলেছে পঞ্চাশেরও বেশি। ভারতের হয়ে যারাই আজ হাত ঘুরিয়েছেন সবাই কম বেশ রান দিয়েছেন বেশি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ওয়াশিংটন সুন্দর ও কুলদ্বীপ যাদব। সুন্দর ৪ ওভারে ২২ রানে নিয়েছেন ২ উইকেট আর কুলদ্বীপ যাদব ৪ ওভারে ২০ রানের বিনিময়ে শিকার করেছেন ১ উইকেট।

নিউজিল্যান্ডের ১৭৬ রান তাড়ায় ভারত ১৫ রানেই হারায় তিন উইকেট। একে একে ফিরে যান ইশান কিশান (৪), রাহুল ত্রিপাঠী (০) এবং শুবমান গিল (৭)। ভারতের এই তিন ব্যাটারকে ফেরান নিউজিল্যান্ডের তিন বোলার মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার ও জ্যাকব ডুফি। কিশানকে ফিরিয়ে শুরুটা করেন ব্রেসওয়েল, এরপর রাহুল ত্রিপাঠীকে রানের খাতা খোলার আগেই ফেরান ডুফি। দুর্দান্ত ফর্মে থাকা শুবমান গিলকে ফিরিয়ে রান তাড়ায় ভারতকে কোনঠাসায় ফেলে দেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

চতুর্থ উইকেটে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সুরিয়াকুমার যাদবের ৬৮ রানে দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। সুরিয়াকুমার ও পান্ডিয়ার ব্যাটে ম্যাচেই ছিল ভারত। কিন্তু সুরিয়াকুমারকে ফিরিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন ইশ সোধি। ইনিংসের ১২তম ওভারে সুরিয়াকুমারকে (৪৭) সাজঘরে পাঠিয়ে নিউজিল্যান্ডকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এনে দেন সোধি। পরের ওভারে হার্দিক পান্ডিয়াকে (২১) কট এন্ড বোল্ডে ফেরান মাইকেল ব্রেসওয়েল। ফলে ৮৯ রানে ৫ উইকেট হারায় ভারত।

এরপর ওয়াশিংটন সুন্দরের ব্যাটে লড়াই করে ভারত। বল হাতে দুর্দান্ত আঁটসাঁট বোলিংয়ে মুগ্ধ করা সুন্দর, ব্যাট হাতে রুদ্র মূর্তি ধারণ করেন। চার-ছক্কার ঝড় তুলে মাত্র ২৮ বলে খেলেন ৫০ রানের বিধ্বংসী এক ইনিংস। একপ্রান্তে লড়াই কর‍তে থাকা সুন্দর অন্যপ্রান্তে যোগ্য সঙ্গ না পাওয়ায় থাকতে হয়েছে পরাজিতের দলে। ইনিংসের এক বল বাকী থাকতে সুন্দর ফিরেন লকি ফার্গুসনের বলে। ফলে ভারত থামে ১৫৫ রানে। ২১ রানের জয়ে নিউজিল্যান্ডের টি২০ সিরিজের শুরুটা হয়েছে দারুণ।

২টি করে উইকেট শিকার নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসন।

৩০ বলে ৫৯ রানে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

৯৭ ডেস্ক

Read Previous

যে রেকর্ডের পাতায় সবার উপরে ডুসেন

Read Next

সোহানকে জরিমানা, হারিস রউফকে ভর্ৎসনা

Total
2
Share