

রাসি ভ্যান ডার ডুসেন উড়ছেন, উড়িয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডে ক্রিকেটে চলছে তার দাপট। মাত্র ৩৯টি ওয়ানডেতে তার রয়েছে ১১টি অর্ধশতক ও ৪টি সেঞ্চুরি! এবার গড়লেন নতুন এক রেকর্ড, ওয়ানডেতে ডুসেনের গড় এখন ৭০-এর বেশি। যা রীতিমতো ঈর্ষণীয়।
ওয়ানডেতে এক হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে শুবমান গিল এবং রাসি ভ্যান ডার ডুসেনই ইতিহাসের দুই খেলোয়াড়, যাদের ব্যাটে ৭০ এর বেশি গড়।
গতরাতে ব্লুমফন্টেইনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে শতরান হাঁকান ডুসেন। আর তাতেই টপকে যান শুবমান গিলের রেকর্ড। এর আগে পেছনে ফেলে আসেন বাবর আজম ও ভিরাট কোহলির মতো বড় তারকাদের।
তবে ১১১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় ডুসেনের ব্যাটিং গড় নেমে আসে ৭১.১৩ তে।
অন্যদিকে, শুবমান গিল ভারতের হয়ে ২১টি ম্যাচ খেলেছেন। করেছেন ১২৫৪ রান। তার গড় ৭৩.৭৬। যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি।
Rassie van der Dussen is putting the world on notice.
He has 11 fifties and 4 centuries in just 39 ODIs!#SAvENG #RassieVanDerDussen #TeamSouthAfrica #ODI #Cricket pic.twitter.com/FBjdestFZd
— CricTelegraph (@CricTelegraph) January 27, 2023
ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়-
৭৩.৯১ গড়- রাসি ভ্যান ডার ডুসেন, ৩৯ ম্যাচ, ১৬৩৬ রান
৭৩.৭৬ গড়- শুবমান গিল, ২১ ম্যাচ, ১২৫৪
৬৭.০০ গড়- রায়ান টেন ডেসকাটে, ৩৩ ম্যাচ, ১৫৪১
৫৯.৪২ গড়- বাবর আজম, ৯৫ ম্যাচ, ৪৮১৩
৫৭.৭০ গড়- ভিরাট কোহলি, ২৭১ ম্যাচ, ১২৮০৯
*সর্বনিম্ন ১০০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে