প্রত্যাবর্তনে নিষ্প্রভ আর্চার, এত রান আগে দেননি

প্রত্যাবর্তনে নিষ্প্রভ আর্চার, এত রান আগে দেননি
Vinkmag ad

অনেক সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় জফরা আর্চারের। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে রাখেন বড় অবদান, তবে ইনজুরিতে পড়ে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। আজ যেমন ৬৭৮ দিনের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল এই গতিতারকার।

তবে প্রত্যাবর্তন সুখের হয়নি আর্চারের। ১০ ওভার বল করে ১ উইকেট পেলেও হজম করেছেন ৮১ রান। ওয়ানডে ক্রিকেটে এর চেয়ে বেশি রান হজম এর আগে করেননি আর্চার।

ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের করা ৯ম ওভারে দেন ২০ রান। এর আগে এর রান এক ওভারে হজম করেননি তিনি।

খালি হাতে অবশ্য ফিরতে হয়নি আর্চারকে। ওয়েইন পারনেলকে মালানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।

আর্চারের ৮১ রান হজমের দিনে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছে ৭ উইকেটে ২৯৮ রান। ১১৭ বলে ১১১ রান করেছেন র‍্যাসি ভ্যান ডার ডুসেন।

৫৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ডেভিড মিলার। ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন স্যাম কারেন। জফরা আর্চার ছাড়াও ১ টি করে উইকেট নেন মইন আলি, আদিল রশিদ ও ওলি স্টোন।

৯৭ ডেস্ক

Read Previous

যেকারণে বরিশাল একাদশে নেই মিরাজ

Read Next

করিম জানাতের জন্য নায়ক হতে পারেননি নিহাদুজ্জামান

Total
3
Share