

নারীদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। তারই ধারাবাহিকতায় এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকায় আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর পুরোটাই পরিচালনা করবেন নারী ম্যাচ অফিশিয়ালরা। এবারই প্রথম গোটা টুর্নামেন্ট পরিচালনার ভার থাকছে নারীদের কাঁধে।
৩ ম্যাচ রেফারি, ১০ আম্পায়ার- মোট ১৩ নারী অফিশিয়াল সামলাবেন বিশ্বকাপের ম্যাচ। ক্রিকেটে নারীদের অংশগ্রহণ বাড়াতে এটি আইসিসির প্রয়াসের অংশ।
আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান বলেন, ‘আমরা আনন্দের সাথে ঘোশজণা করছি যে উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ অফিশিয়াল প্যানেলে সবাই নারী। সম্প্রতি নারীদের ক্রিকেট ব্যাপকভাবে প্রসার হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা ক্রিকেটে নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে আরও বাড়ানোর প্রয়াস হাতে নিয়েছি।’
ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
ম্যাচ রেফারি- জিএস লাকশ্মী (ভারত), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)।
আম্পায়ার- সু রেডফার্ন (ইংল্যান্ড), এলোইসি শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন আগেনবাগ (দক্ষিণ আফ্রিকা), আনা হ্যারিস (ইংল্যান্ড), ভ্রিন্দা রাথি (ভারত), এন জননী (ভারত), নিমলি পেরেরা (শ্রীলঙ্কা)।