

পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ এইমুহূর্তে আছেন বাংলাদেশে, খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বিপিএল ২০২৩ এ। বাংলাদেশে থেকেই বড় দায়িত্ব পাবার খবর শুনলেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব সরকারের (তত্বাবধায়ক) মন্ত্রীসভায় আছেন তিনি।
পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্যের ক্রীড়া মন্ত্রী হচ্ছেন পাঞ্জাব তত্ত্ববধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী হবার খবর পাকিস্তান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াহাব রিয়াজই।
Wahab Riaz will be the new Minister of Sports in the caretaker Government of Punjab. He will take the oath after returning from the Bangladesh Premier League
— Saj Sadiq (@SajSadiqCricket) January 26, 2023
খুলনা টাইগার্সে ওয়াহাব রিয়াজের সঙ্গে একই দলে খেলতে থাকা উইকেটরক্ষক ব্যাটার আজম খান টুইটারে পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে চিল করছি। ব্যস্ত মানুষ।’
Just chilling with sports minister Punjab.????#busyman pic.twitter.com/xsu0ueVPJ5
— Azam Khan (@MAzamKhan45) January 26, 2023
এই বাঁহাতি পেসার পাকিস্তানের হয়ে ১৫৬ আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ২৩৭ উইকেট, পাকিস্তানের পক্ষে খেলেছেন একাধিক বিশ্বকাপ, ছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে।
বিপিএল চলাকালীনই প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট দখলে নেন তিনি।