শূন্যহাতে রবিন ছাড়লেন বিপিএল, সিলেটে বার্ল

robin burl
Vinkmag ad

নামের পাশে রান যোগ করার আগেই বিপিএল ছাড়লেন ইংলিশ ব্যাটার রবিন দাস। আর ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্সের ডেরায় যোগ দিলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।

কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলা ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটার রবিন দাসের বিপিএল যাত্রা সুখকর হয়নি। ঢাকা ডমিনেটরসের জার্সি গায়ে দুই ম্যাচের দু’টিতেই হয়েছেন ডাক। প্রথমটিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হন গোল্ডেন ডাক। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজের খেলা শেষ ম্যাচে ৪ বল খেললেও পাননি কোনো রান।

ঢাকার টিম ম্যানেজমেন্টকে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ রবিন এবার ফিরে গেলেন ইংল্যান্ডে।

আজ ঢাকা ডমিনেটরস সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিন দাসকে বিদায় জানিয়ে লিখেছে, ‘টিম ঢাকা ডমিনেটরস সুপার প্রতিভাবান ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটার রবিন দাসকে বিদায় জানায় এবং তার একটি উজ্জ্বল এবং সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ার কামনা করে।’

একইদিনে টেবিল টপার সিলেট স্ট্রাইকার্স ফ্র‍্যাঞ্চাইজি ভক্ত, সমর্থকদের দিল সুখবর; তাদের ডেরায় জিম্বাবুয়ের তারকা রায়ান বার্ল। স্ট্রাইকার্স বার্লকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘স্ট্রাইকার্স শিবিরে যুক্ত হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্ল। তার উপস্থিতি নিঃসন্দেহে উজ্জীবীত করবে দলকে।’

জিম্বাবুয়ের জার্সিতে ৫৮ টি-টোয়েন্টি খেলা রায়ান বার্ল এর আগেও বিপিএলে খেলেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি ছেড়ে এবার তিনি নতুন ঠিকানায়। মাতাবেন মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের হয়ে। যাদের অবস্থান এখন টেবিলের শীর্ষে।

৯৭ ডেস্ক

Read Previous

কিরণ বালুচ ও সানা মীরের নামে হচ্ছে বুগতি স্টেডিয়ামের স্ট্যান্ড

Read Next

২২ এ নারীদের ক্রিকেটে বর্ষসেরা ন্যাট শিভার

Total
1
Share