

স্যার কার্টলি অ্যামব্রোস, উইন্ডিজ দলের সর্কালের সেরাদের একজন। ওয়ালশের সাথে তার জুটি ছিল ভয়ংকরতম জুটির একটি। উইন্ডিজের হয়ে খেলেছেন ৯৮টি টেস্ট ও ১৭৬টি ওয়ানডে। উইকেট পেয়েছেন যথাক্রমে ৪০৫টি (টেস্ট) ও ২২৫টি (ওডিআই)। তাদের বিদায়ের পর উইন্ডিজ হারিয়ে ফেলেছে সেই তেজ। টেস্টে একটি জয় যেন চির অধরা। তাই এই গ্রেট বোলারের কণ্ঠে একটি টেস্ট জয়ের আকুতি।
আগামী ১৭ই আগস্ট এজবাস্টনের শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ। সে ম্যাচটি আবার ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। তবে বল লাল হোক বা গোলাপি, এ সিরিজে ইংল্যান্ডকেই ফেবারিট মানছেন ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান ম্যানেজার অ্যামব্রোস। ক্যারিয়ারের ৯৮টি টেস্টের মধ্যে ইংল্যান্ডের সঙ্গে খেলেছিলেন ৩৪টি টেস্ট। স্যার কার্টলি অ্যামব্রোসের ওয়েস্ট ইন্ডিজ সেসব ম্যাচের ১৭টি জয় পেয়েছিল, ড্র হয়েছিল ৮টি।
বিবিসি রেডিওকে এক সাক্ষাৎকারে এই গ্রেট বলেন, “ইংল্যান্ডই ফেবারিট, দক্ষিণ আফ্রিকাকে মাত্রই তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা তো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অবশ্যই ভাল দল। ইংল্যান্ডের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া”।
তিনি আরো বলেন “উইন্ডিজকে অসাধারণ ভাল খেলতে হবে প্রতিযোগিতা করতেই, ম্যাচ জেতা দূরে থাক। তবে ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে হৃদয় থেকে বলতে পারি, আশা করছি অন্তত একটি ম্যাচ তারা জিতবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু বাস্তববাদী হিসেবে বলতে হবে, ইংল্যান্ডের সঙ্গে তারা কতোখানি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সেটা আমি নিশ্চিত নই”।
তবে খুশির খবর যে, গত বছর থেকে বাদ পড়া কেমার রোচ ফিরেছেন দলে, সঙ্গে আছেন শ্যানন গ্যাব্রিয়েল, অ্যালজেরাই জোসেফের মতো পেসাররা। ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলা চুকিয়ে খেলার জন্য প্রস্তুত ড্যারেন ব্রাভোও।