

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার-সিক্স পর্বে উঠা বাংলাদেশ এক ম্যাচ হেরেই মিস করল সেমির মঞ্চ। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আজ সংযুক্ত আরব-আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া, ভারতের সমান ৬ পয়েন্ট করলেও সেমিতে যাওয়া হয়নি রান রেটের সংকটে।
মেয়েদের ক্রিকেট ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলার মেয়েরা। একের পর এক জয় তুলে নেয় ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কিন্তু হার দিয়ে সুপার সিক্স রাউন্ড শুরু হওয়ায় বড় ধাক্কা খেল দিশা বিশ্বাসের দল। পচেফস্ট্রুমের লো-স্কোরিং ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটের পরাজয়েই প্রায় শেষ হয়ে যায় সেমির স্বপ্ন।
সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আজ সংযুক্ত আরব-আমিরাতকে হারালেও সেমিফাইনালে পা রাখা হয়নি টাইগ্রেসদের। সমান একটি করে হারের পরও সেমিতে খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার মেয়েরা। নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে।
গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতে জিতেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের নেট রান রেট ছিল ০.৭৫৯। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর নেমে আসে ০.২৬৮’এ। তবে স্বাগতিকরাও যেতে পারেনি সেমিফাইনালে।
বাংলাদেশকে +২.২১-এর বেশি নেট রান রেট নিয়ে জিততে হত, যা টস হেরে প্রথমে বোলিং করার কারণে কার্যত অসম্ভব ছিল।
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে আজ বাংলার মেয়েদের জিততে হত অনেক বড় ব্যবধানে। সংযুক্ত আরব-আমিরাতকে আটকেও দিয়েছিল কেবল ৬৯ রানেই। মারুফার গতি আর রাবেয়ার স্পিন ঘূর্ণির সামনে পড়ে রীতিমতো অসহায় আত্মসমর্পণ প্রতিপক্ষের ব্যাটারদের।
এরপর স্বর্ণার ১৯ বলে খেলা ৩৮ রানের ক্যামিও ইনিংসে পাঁচ উইকেটের জয়ে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।