

২০২১ এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মার্কো জানসেনের। ২২ বছর বয়সী এই দীর্ঘকায় পেসার ২০২২ টা কাটিয়েছেন স্বপ্নের মত।
দক্ষিণ আফ্রিকার হয়ে ইতোমধ্যে খেলে ফেলেছেন ১০ টেস্ট, ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। উইকেট নিয়েছেন যথাক্রমে ৪১, ২ ও ১ টি।
View this post on Instagram
২০২২ সালে ১৯.০২ গড়ে ৩৬ টেস্ট উইকেট, ২ ওয়ানডে উইকেট ও ১ টি-টোয়েন্টি উইকেট নেওয়া মার্কো জানসেন হয়েছেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার।
মার্কো জানসেন পেছনে ফেলেন ভারতের আর্শদ্বীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে।
দক্ষিণ আফ্রিকার তারকাবহুল পেস অ্যাটাকে ২০৬ সেন্টিমিটার উচ্চতার মার্কো জানসেন বাড়তি মাত্রা এনেছেন। ২০২১ এর ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে ২০২২ এ ১৩.৫০ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। ইংল্যান্ডে তার গড় ১৩.১১, অস্ট্রেলিয়ায় ১৩.৩৩! নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেট নিয়েছেন ২৮.৫৫ গড়ে।