

২০২২ সালটা যেনো স্বপ্নের মত কাটিয়েছেন ভারতীয় ব্যাটার সুরিয়াকুমার যাদব। ব্যাটে রানের বন্যা বইয়ে দিয়ে গড়েছেন একাধিক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্স করে হয়েছেন আইসিসি মেন্স টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার ২০২২।
আজ আইসিসি নিশ্চিত করেছে গেলবছরের বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম সুরিয়াকুমার যাদব।
View this post on Instagram
২০২২ সালে ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সুরিয়াকুমার যাদব রান করেছেন ১১৬৪। গড়টা ৪৬.৫৬, স্ট্রাইক রেট ১৮৭.৪৩।
ইতিহাসের কেবল ২য় ব্যাটার হিসাবে এক বছরে ১০০০ বা তার বেশি রান করার রেকর্ড গড়া সুরিয়া বছর শেষ করেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে।
২০২২ এ ৬৮ টি ছক্কা হাঁকিয়েছেন সুরিয়া, এই ফরম্যাটে যা এক বছরে যেকোন ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। ৯ ফিফটির সাথে করেছেন ২ সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ফাইনালে যেতে না পারলেও সুরিয়াকুমার যাদব ৬ ইনিংসে ৩ ফিফটি করেন। ৬০ ছুঁইছুঁই গড়ে রান করা সুরিয়ার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থানও নিজের করে নেন তিনি। এই ডানহাতি ব্যাটারের স্মরণীয় ইনিংস বলতে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ১১৭ রান।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হবার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় সুরিয়াকুমার যাদবের সঙ্গী ছিলেন সিকান্দার রাজা, স্যাম কারেন ও মোহাম্মদ রিজওয়ান।