আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের মিরাজ

মিরাজ
Vinkmag ad

আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ (২৪ জানুয়ারি) ২০২২ এর বর্ষসেরা ওডিআই দল প্রকাশ করেছে। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। 

৫০ ওভারি ক্রিকেটে ব্যাটে-বলে অবদান রাখা ১১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২২ এ। যেখানে একমাত্র বাংলাদেশি হিসাবে আছেন মেহেদী হাসান মিরাজ।

২০২২ জুড়ে ৫০ ওভারি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন আইসিসির টপ র‍্যাংকড ওয়ানডে ব্যাটার বাবর আজম। বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কও এই বছরে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করা বাবর।

৬৮.৭৫ গড়ে ৫৫০ রান করা ট্রাভিস হেড আছেন দলের ওপেনার হিসাবে। ২০২২ এ ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন তিনি।

২০২২ দারুণ কাটিয়েছেন শাই হোপও। ৩ সেঞ্চুরি, ২ ফিফটিতে বছর শেষ করেন ৭০৯ রান করে।

ভারতের শ্রেয়াস আইয়ার ছিলেন ২০২২ এ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। মিডল অর্ডারে (৪ নম্বরে) ভারতের ভরসার নাম হয়ে ওঠা শ্রেয়াস ২০২২ এ ৭২৪ রান করেন, আছে ১ সেঞ্চুরি্‌ ৬ ফিফটি।

৫ নম্বরে নামবেন টম ল্যাথাম। বর্ষসেরা দলের উইকেটরক্ষকও তিনি। এই বছরে ৫৫৮ রান আছে তার নামের পাশে। ৫ ফিফটির সাথে আছে ২ সেঞ্চুরি।

২০২২ রাঙিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৪৯.৬১ গড়ে রান করেছেন ৬৪৫। ২ ফিফটি করা সিকান্দারের আছে ৩ সেঞ্চুরি। বল হাতেও তিনি ছিলেন কার্যকরী।

৭ নম্বরে স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে নামবেন মেহেদী হাসান মিরাজ। বোলিং তো বটেই, ২০২২ এ ব্যাটিং দিয়েও নজর কেড়েছেন তিনি। ১৫ ম্যাচে ২৪ উইকেট নেবার পাশাপাশি ৩৩০ রান করেছেন ব্যাট হাতে, ১ টি করে সেঞ্চুরি ও ফিফটিতে।

পেস আক্রমণে আছেন আলঝারি জোসেফ (১৭ ম্যাচে ২৭ উইকেট), মোহাম্মদ সিরাজ (১৫ ম্যাচে ২৪ উইকেট) ও ট্রেন্ট বোল্ট (৬ ম্যাচে ১৮ উইকেট)। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে আছেন অ্যাডাম জাম্পা।

২০২২ আইসিসি মেন্স ওডিআই টিম অব দ্য ইয়ার-

বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

৯৭ প্রতিবেদক

Read Previous

৮-১০ হাজার রান করলেও কেউ নিবে না, সালাউদ্দিনের চোখে মৌলিক পার্থক্য

Read Next

বৃষ্টিতে শুরু, বৃষ্টিতে শেষ

Total
0
Share