

টানা পাঁচ হারের ক্ষত মুছতে ঢাকা ডমিনেটরস এবার দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার অ্যালেক্স ব্লেক’কে। অন্যদিকে, নাসিম শাহ’কে না পেয়ে হতাশায় ডুবতে থাকা সমর্থকদের সুখবর দিল খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। তামিমদের সাথে বিপিএলের বাকি অংশ খেলতে আসছেন ক্যারিবীয় ওপেনার শাই হোপ।
১৫২ টি-টোয়েন্টি খেলা ইংলিশ মিডল অর্ডার ব্যাটার ব্লেক এবারই প্রথম বাংলাদেশে। কেন্টের হয়ে ক্যারিয়ার গড়া অ্যালেক্স ব্লেক দ্য হান্ড্রেড লিগে খেলেন ওভাল ইনভিন্সিবলসের জার্সিতে। এই জানুয়ারিতেই খেলে গেছেন নেপালের টি-টোয়েন্টি লিগ।
অ্যালেক্স ব্লেককে স্বাগত জানিয়ে ঢাকা ডমিনেটরস ফ্র্যাঞ্চাইজি নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে,
‘ইংল্যান্ডের অ্যালেক্স ব্লেক এখন ডমিনেটর। ব্লেক একজন বিপজ্জনক বাঁ-হাতি হিটার, যার মাঠের অ্যাথলেটিসিজমও অত্যন্ত মূল্যবান। ঢাকা ডমিনেটরস অ্যালেক্স ব্লেককে দলে স্বাগত জানিয়েছে।’
এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা ঢাকা পেয়েছে কেবল এক জয়। তলানিতে থাকা দলটি নিজেদের বাকি ৬ ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।
একই দিনে আরেক ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স দলে যুক্ত করল ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার শাই হোপকে। গত নভেম্বরের পর বিপিএল দিয়েই প্রথমবারের মতো মাঠে নামবেন হোপ। শুরুর তিন ম্যাচে হেরে যাওয়া খুলনা টাইগার্স শেষ দুই ম্যাচের জয়ে অবস্থান করছে টেবিলের চারে।