

২০ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৭ উইকেটে জয় পায় খুলনা টাইগার্স। যেখানে বল হাতে ৪ উইকেট নেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে ৩৭ বলে ৪৪ রান করে অবদান রাখেন তামিম ইকবাল।
৪ উইকেট নেবার পথে প্রথম পাকিস্তানি হিসাবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ওয়াহাব রিয়াজ।
৪৪ রান করার পথে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল।
এই দুই মাইলফলক উদযাপন করেছেন দুজন। টিম হোটেলে সবাই মিলে কেটেছেন কেক।
টুইটারে উদযাপনের ছবি প্রকাশ করে ওয়াহাব রিয়াজ ক্যাপশনে লিখেছেন, ‘সকল অর্জনের জন্য কৃতজ্ঞ, বন্ধুরা যেটাকে আরও বেশি স্পেশাল বানায়। ধন্যবাদ তামিম ইকবাল ভাই আমন্ত্রণ জানানোর জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার ৭০০০ রানের জন্য অভিনন্দন।’
Grateful for all the achievements and friends that make them even more special ✨ Thanks @TamimOfficial28 bhai for the invitation and congratulations on your 7000 T20 runs 👏🏼#400T20Wickets #BPL2023 pic.twitter.com/iqVppPNQHH
— Wahab Riaz (@WahabViki) January 22, 2023
চলমান বিপিএলে একই দলে খেলছেন দুজন। তাদের দল খুলনা টাইগার্স ৫ ম্যাচে জিতেছে ২ টিতে। ৪ পয়েন্ট নিয়ে দলের অবস্থান ৪ নম্বরে।