

বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে এখন অব্দি ৩ টি ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩৬ রান করার পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১০১ ও সিডনি থান্ডারের বিপক্ষে অপরাজিত ১২৫! স্টিভ স্মিথ যেন উড়ছেন।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৫৯ রানে জয়ের ম্যাচে ৫৬ বলে ১০১ রান করেছিলেন ম্যাচসেরা স্মিথ। ৫ টি চারের সঙ্গে মেরেছিলেন ৭ টি ছক্কা। স্ট্রাইক রেট ১৮০.৩৫, দাপুটে ইনিংসের ইতি ঘটেছিল রান আউট হবার পর।
সিডনি থান্ডারের বিপক্ষে আউটই হননি। ৬৬ বলে ৫ চার ও ৯ ছয়ে অপরাজিত থাকেন ১২৫ রানে। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। দল জেতে বড় ব্যবধানে, ম্যাচসেরা হন স্মিথ।
স্মিথের এমন ব্যাটিং দেখে টুইট করেছেন অ্যারন ফিঞ্চ। তিনি লেখেন, ‘সিডনির তরুণ স্মিথ খারাপ ক্রিকেটার নন! আমার মনে হয় তার দারুণ ভবিষ্যত আছে।’
Not a bad player this young Smith kid from Sydney, I think he’ll have a big future 😳😳#BBL12
— Aaron Finch (@AaronFinch5) January 21, 2023
৩৩ বছর বয়সী স্মিথ অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছেন ৯২ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৬৩ টি-টোয়েন্টি। রান করেছেন যথাক্রমে ৮৬৪৭, ৪৯১৭ ও ১০০৮।