

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হার নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। সাথে যুক্ত হয়েছে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান হারানোর ক্ষত।
রায়পুরে ভারতের বিপক্ষে ৮ উইকেটের বড় পরাজয়ের পর আইসিসি ওয়ানডে দলগত র্যাংকিংয়ে ২ এ নেমে গেছে নিউজিল্যান্ড।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ইংল্যান্ড এখন শীর্ষ ওয়ানডে দল। ভারত আছে ৩ নম্বরে।
২য় ওয়ানডের আগে ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে ছিল ইংল্যান্ড। ৩ নম্বরে ছিল ১১২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ছিল ভারত।
ভারতের জয় ও নিউজিল্যান্ডের হারে নিচে নেমেছে অস্ট্রেলিয়াও। তাদের অবস্থান এখন ৪ নম্বরে। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি ৭ নম্বরে বাংলাদেশ।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসি ওয়ানডে দল র্যাংকিং-
১. ইংল্যান্ড- ১১৩
২. নিউজিল্যান্ড- ১১৩
৩. ভারত- ১১৩
৪. অস্ট্রেলিয়া- ১১২
৫. পাকিস্তান- ১০৬
৬. দক্ষিণ আফ্রিকা- ১০০
৭. বাংলাদেশ- ৯৫
৮. শ্রীলঙ্কা- ৮৮
৯. আফগানিস্তান- ৭১
১০. ওয়েস্ট ইন্ডিজ- ৭১