

২০২৮ অলিম্পিকে পুরুষ ও নারীদের জন্য ছয় দলের টি-টোয়েন্টি ইভেন্টের প্রস্তাব করেছে আইসিসি। ক্রিকেট অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অক্টোবরের দিকে।
আইসিসি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস আয়োজক কমিটির (এলএ২৮) কাছে পুরুষ ও নারী; উভয়ের জন্য ছয় দলের টি-টোয়েন্টি ইভেন্টের সুপারিশ করেছে।
সম্ভবত ছয়টি অংশগ্রহণকারী দল একটি কাট-অফ তারিখে আইসিসির পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় হবে।
২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেটের প্রবেশ ঘটলে তা হবে ইতিহাস। ১২৮ বছর পর অলিম্পিকে প্রবেশ ঘটবে ক্রিকেটের। ১৯০০ সালে একবার অলিম্পিকে ক্রিকেট হয়েছিল। সে বার গ্রেট ব্রিটেন এবং আয়োজক দেশ ফ্রান্স অংশ নিয়েছিল প্যারিস অলিম্পিকে। ১২৮ বছর পর ফের অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট।
আনুষ্ঠানিক ভাবে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু করে আইসিসি।