

খুলনার সমর্থকদের হতাশায় ডুবিয়ে নাসিম শাহ আসছেন বাংলাদেশে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে চলমান বিপিএল মাতাবেন পাকিস্তানের এই তারকা পেসার।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় নাসিম শাহ জানালেন, তিনি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই পাকিস্তানি তারকা।
খুলনা টাইগার্সের সাথে আগের করা চুক্তি বাতিল করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে নতুন করে চুক্তি করছেন নাসিম। কুমিল্লায় নাসিম সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি ও আবরার আহমেদকে।
এবারই প্রথম বিপিএল মাতাতে বাংলাদেশে নাসিম শাহ। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা তিন জয় নিয়ে আসে টেবিলের তিন নম্বরে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায়, প্রতিপক্ষ ঢাকা ডমিনেটরস। এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হবে নাসিম শাহ’র।