

সাকিব আল হাসান সহ ৪ ক্রিকেটারকে নিয়ে নতুন করে তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তির মেয়াদ জানুয়ারি থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সম্মানী সর্বোচ্চ ৮ লক্ষ টাকা ও সর্বনিম্ন ১ লক্ষ টাকা।
২০২৩ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তি:
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি : মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম।
শুধু টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও জাকির হাসান।
শুধু ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ।
শুধু টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।