

অস্ট্রেলিয়ার সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার ড্যান ক্রিশ্চিয়ান ঘোষণা করেছেন যে চলমান বিগ ব্যাশ লিগ (বিবিএল) হবে তার শেষ টুর্নামেন্ট। ১৭ বছরের জমকালো ক্যারিয়ারের বিদায় জানানোর কথা নিজেই বলেছেন ড্যান।
টি-টোয়েন্টি শিরোপা জয়ী মেশিন ড্যান ক্রিশ্চিয়ান অবসরের ঘোষণা দিয়েছেন। এই অলরাউন্ডার চলমান বিবিএলের শেষে তার দুর্দান্ত ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন।
৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ৪০৫ টি-টোয়েন্টি খেলে মোট ৫৮০৯ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে ২৮০ টি উইকেট নিয়েছেন।
শনিবার সকালে ক্রিশ্চিয়ান টুইটারে পোস্ট করেছেন, ‘গতকাল ট্রেনিং সেশনে সিডনি সিক্সার্সের সতীর্থদের বলেছিলাম যে আমি বিবিএল মৌসুম শেষে খেলা থেকে অবসর নেব। ফাইনালের আগে আজ রাতে সিডনি স্ম্যাশ, হারিকেনসের বিরুদ্ধে আমাদের শেষ রাউন্ডের খেলা এবং তারপর ফাইনাল।’
ক্রিশ্চিয়ান গত এক দশকে সারা বিশ্বে সাফল্য উপভোগ করেছেন। ২০১০ সাল থেকে, তিনি নয়টি ঘরোয়া টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন।
Tags: অস্ট্রেলিয়া ড্যান ক্রিশ্চিয়ান