

গত মৌসুমের ফাইনালের পুনরাবৃত্তি করতে পিএসএল ২০২৩ শুরু হবে মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে।
গতকাল শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন পিএসএল আসরের জন্য সূচি প্রকাশ করেছে।
রাওয়ালপিন্ডি পিএসএল ২০২৩-এ সর্বাধিক সংখ্যক গেম আয়োজন করবে, যা ১৩ ফেব্রুয়ারি মুলতানে মুলতান সুলতান এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মধ্যে প্রতিযোগিতার সাথে শুরু হবে। রাওয়ালপিন্ডিতে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে করাচি (নয়টি), লাহোর (নয়টি) এবং মুলতান (পাঁচটি) বাকি খেলাগুলি হোস্ট করবে।
১৩ ফেব্রুয়ারি আসর শুরু হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ই মার্চ। এরপর প্লে-অফের লড়াই ১৫, ১৬ ও ১৭ই মার্চ। ১৯ মার্চ ফাইনাল এবং এর আগে প্লে-অফ সবই লাহোরে অনুষ্ঠিত হবে।