

দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি উইমেন্স আন্ডার-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের খেলা শেষ। ১৬ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে ও ইন্দোনেশিয়া। বাকি ১২ দল খেলবে সুপার সিক্স স্টেজে।
বাদ পড়লেও বিশ্বকাপে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এই ৪ দল। যুক্তরাষ্ট্র লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে, জিম্বাবুয়ের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
গ্রুপ এ থেকে বাংলাদেশ, গ্রুপ বি থেকে ইংল্যান্ড, গ্রুপ সি থেকে নিউজিল্যান্ড, গ্রুপ ডি থেকে ভারত গ্রুপসেরা হয়েছে। রানার আপ হয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ চ্যাম্পিয়ন ৪ দল পরবর্তী স্টেজে গেছে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে, গ্রুপ রানার আপরা সর্বোচ্চ ২ পয়েন্ট নিয়ে।
শ্রীলঙ্কা, রুয়ান্ডা, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত পরবর্তী রাউন্ডে যাচ্ছে কোন পয়েন্ট ছাড়াই।
সুপার সিক্সের সূচি-
২১ জানুয়ারি-
আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড
রুয়ান্ডা বনাম নিউজিল্যান্ড
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম অস্ট্রেলিয়া
২২ জানুয়ারি-
ভারত বনাম শ্রীলঙ্কা
ওয়েস্ট ইন্ডিজ বনাম রুয়ান্ডা
২৩ জানুয়ারি-
সংযুক্ত আরব আমিরাত বনাম অস্ট্রেলিয়া
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড
২৪ জানুয়ারি-
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা
২৫ জানুয়ারি-
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ
২৭ জানুয়ারি-
সেমি ফাইনাল ১
সেমি ফাইনাল ২
২৯ জানুয়ারি-
ফাইনাল।