

পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজ দীর্ঘদিন ধরে খেলছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেট নেবার ম্যাচে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
৩৩৪ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৩৯৭ উইকেট নিয়ে আজকের ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়াহাব রিয়াজ। আফিফ হোসেন, খাজা নাফি, শুভাগত হোম ও মেহেদী হাসান রানার উইকেট শিকার করে ৪ উইকেট নেওয়া ওয়াহাবের টি-টোয়েন্টি উইকেট এখন ৪০১।
টি-টোয়েন্টিতে ৪০০ বা তার বেশি উইকেট নেওয়া ৬ষ্ঠ বোলার খুলনা টাইগার্সের ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের পক্ষে প্রথম, পেসার হিসাবে ২য় (ডোয়াইন ব্রাভোর পর)। ৬ সদস্যের ছোট্ট ক্লাবে আগে থেকেই আছেন রাশিদ খান, সুনীল নারাইন, ইমরান তাহির, সাকিব আল হাসানও।
৩৭ বছর বয়সী ওয়াহাব রিয়াজ রাশিদ খান ও ইমরান তাহিরের পর ৩য় দ্রুততম ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার ব্যাপারে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট-
১. ডোয়াইন ব্রাভো- ৬১৪ উইকেট
২. রাশিদ খান- ৪৯৬ উইকেট
৩. সুনীল নারাইন- ৪৭৪ উইকেট
৪. ইমরান তাহির- ৪৬৬ উইকেট
৫. সাকিব আল হাসান- ৪৩৬ উইকেট
৬. ওয়াহাব রিয়াজ- ৪০১ উইকেট।