

আহমেদ শেহজাদ ঢাকা ডমিনেটরসের হয়ে বিপিএল মাতাতে এসে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন, ভুগছেন রান খরায়। এরমাঝেই এবার তার সঙ্গী চোট।
আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা ডমিনেটরস আহমেদ শেহজাদের চোট ইস্যুতে লিখে, ‘আমরা আহমেদ শেহজাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
Praying for @iamAhmadshahzad‘s speedy recovery
Get well soon champ 💪🏻#dhakadominators #bpl2023 #letsdominate #AhmedShehzad pic.twitter.com/HEpOS43qoa— Dhaka Dominators (@DominatorsDhaka) January 20, 2023
ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না আহমেদ শেহজাদ। এখন পর্যন্ত তিন ম্যাচে রান পেয়েছেন মোটে ২৩। প্রথম ম্যাচে ৪, পরেরটায় হয়েছেন ডাক। সবশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে করেন ১৯ রান।
প্রথম ম্যাচে জয়ের পর টানা ৪ হার দেখল নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস। আজ সন্ধ্যায় তারা ফের জয়ের খোঁজে লড়াইয়ে নামছে ফরচুন বরিশালের বিপক্ষে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে খেলা হচ্ছে না শেহজাদের।