

বুধবার হায়দ্রাবাদে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো ওভার-রেটের জন্য ভারতকে তাদের ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।
নির্ধারিত সময়ে তিন ওভার কম বোলিং করায় ম্যাচ রেফারি আইসিসি এলিট প্যানেলের জাভাগাল শ্রীনাথ এই শাস্তি দেন। ম্যাচ রেফারির অভিযোগে দায় মেনে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাই কোন আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
আইসিসি কোড অফ কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার কারণে ২০ শতাংশ জরিমানা করা হবে খেলোয়াড়দের। ভারত যেহেতু তিন ওভার কম করেছে, তাই তাঁদের কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফি’র ৬০ শতাংশ।
ম্যাচের পর তাই ভারতের বিপক্ষে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী এবং নীতিন মেনন, তৃতীয় আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন এবং ফোর্থ আম্পায়ার জয়রামন মদনগোপাল।
তবে সিরিজের প্রথম ম্যাচটিতে ১২ রানের রোমাঞ্চকর জয় পায় ভারত। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল লড়াইয়ে নামবে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে রায়পুরে আগামীকাল ও ইন্দোরে ২৪ জানুয়ারি।