

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন অ্যান্ডি বালবার্নি। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করার পর হেলমেটে আঘাত পান আয়ারল্যান্ড অধিনায়ক। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে প্রস্তুত পল স্টার্লিং।
নিয়মিত অধিনায়ক বালবার্নি ছিটকে পড়ায় বাঁহাতি ব্যাটার মারে কমিন্স স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন এবং পল স্টার্লিং অধিনায়ক হিসেবে দলকে সামলাবেন।
বালবার্নি তার অষ্টম ওডিআই সেঞ্চুরি করেন এবং ব্যক্তিগত ১২১ রানের সময় ব্র্যাড ইভান্সের করা লো ফুল টস তার ব্যাট থেকে হেলমেটে গিয়ে আঘাত করে।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবেই সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে আইরিশরা; যথাক্রমে ২০ ও ২৩ জানুয়ারি।
বাকি দুই ওয়ানডের জন্য আয়ারল্যান্ডের স্কোয়াড:
পল স্টার্লিং (অধিনায়ক) মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, টাইরন কেন, জোশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, মারে কমিন্স এবং লরকান টাকার।