

ভাইটালিটি ব্লাস্টে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বার্মিংহাম বিয়ার্সের অ্যাডাম হোসে ও ড্যান মোসলে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ৫ম উইকেটে গড়েছিলেন ১৭১ রানের জুটি। আজকের আগে যা ছিল স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫ম উইকেট জুটি। যেই রেকর্ড আজ নিজেদের করে নিয়েছেন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ।
রংপুর রাইডার্সের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুজন মিলে ৫ম উইকেটে গড়েন অবিচ্ছেদ্য ১৯২ রানের জুটি। ৮৬ বল স্থায়ী জুটিতে সাকিবের অবদান ৪১ বলে ৮৫, ইফতিখার আহমেদের ৪৫ বলে ১০০।
টসে হেরে আগে ব্যাট করতে নামা ফরচুন বরিশাল শুরুটা ভালো করেনি। ৫.৪ ওভারে ৪৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে সাকিব আল হাসানের দল।
এরপর সাকিব-ইফতিখারের তান্ডবলীলা দেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকরা। ফরচুন বরিশাল নির্ধারিত ২০ ওভারে থামে ৪ উইকেটে ২৩৮ রান করে।
View this post on Instagram
যা বিপিএল ইতিহাসে যৌথভাবে ২য় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তাদের চেয়ে বেশি রান করতে পেরেছিল রংপুর রাইডার্স, ২০১৯ সালে ২৩৯।
রেকর্ড গড়া জুটি গড়ার পথে সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ দুজনই দেখা পান ক্যারিয়ার সেরা (টি-টোয়েন্টি) ইনিংসের। ৪৩ বলে ৯ চার ও ৬ ছয়ে ৮৯ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।
প্রথমবারের মত টি-টোয়েন্টি শতক তুলে নেন ইফতেখার আহমেদ। ৪৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।