

হায়দ্রাবাদে বুধবার শুবমান গিল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন রেকর্ড গড়া এক ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া গিল গড়েছেন একাধিক রেকর্ড।
২৩ বছর বয়সী শুবমান গিল এক ইনিংস দিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কনিষ্টতম ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরির মালিক হলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শুবমান গিলের ২০৮ ৯ম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। গিল ৮ম কোন ব্যাটার যার কিনা ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি আছে। ৮ জনের মধ্যে ৫ জনই ভারতের- শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, ইশান কিশান ও শুবমান গিল।
200 reasons to cheer! 👏 👏
Shubman Gill joins a very special list 👌 👌
Follow the match 👉 https://t.co/IQq47h2W47 #TeamIndia | #INDvNZ | @ShubmanGill pic.twitter.com/xsZ5viz8fk
— BCCI (@BCCI) January 18, 2023
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি একের অধিক করতে পেরেছেন কেবল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ডানহাতি এই ব্যাটারের আছে ৩ ডাবল সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কোন ভারতীয়র পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এখন গিলের। সব ফরম্যাট মিলে গিলের ক্যারিয়ার সেরা ইনিংস এটিই। ওয়ানডেতে ৩ ও টেস্টে ১ সেঞ্চুরি আছে তার।
২০৮ রান করার পথে ভারতের পক্ষে ওয়ানডেতে ১০০০ রান পূর্ণ করেছেন শুবমান গিল। মাত্র ১৯ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারতের পক্ষে যা দ্রুততম। ওয়ানডে ইতিহাসে শুবমানের চেয়ে দ্রুত ১০০০ রান পূর্ণ করেছেন কেবল পাকিস্তানের ফখর জামান (১৮ ইনিংসে)।