

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলা আমলা এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দিচ্ছেন।
প্রায় দুই দশকের ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী হাশিম আমলা ৩৪,১০৪ রান করেছেন সব ফরম্যাট (পেশাদার) মিলে।
Hashim Amla announces retirement from all forms of cricket 🏏
The legendary South African batter has declared his playing career over.
From everyone at Surrey, thank you for everything Hash.@amlahash 🤎
— Surrey Cricket (@surreycricket) January 18, 2023
১৯৯৯/০০ মৌস্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হাশিম আমলার। ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বরে। ২৬৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে রান ১৯,৫২১। ৯৩ ফিফটি, ৫৭ সেঞ্চুরি। ক্যারিয়ার শেষ করেছেন সারের হয়ে খেলে।
“I have great memories of the Oval ground and to finally leave it as a player fills me with immense gratitude for what has been.”
Memories to last a lifetime. Thank you, Hash 🤎 pic.twitter.com/wbSfwvHktQ
— Surrey Cricket (@surreycricket) January 18, 2023
২৪৭ টি লিস্ট এ ম্যাচ খেলে হাশিম আমলার রান ১০,০২০। ৫২ ফিফটির সাথে আছে ৩০ সেঞ্চুরি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ১৬৪ ম্যাচ। সেখানে ২ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন ৪৫৬৩ রান।
২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমলা।