

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন লিটন দাস। তাই সহজেই বলা যায় ‘লিটন, দ্য স্টাইলিশ ব্যাটসম্যান’। সময়ের অন্যতম সেরা ও স্টাইলিশ লিটন ব্যাট হাতে উড়ছেন বিপিএলেও। টানা দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার তার হাতে। গতরাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন দাস শোনালেন নিজের সব রোমাঞ্চকর গল্প।
লিটনের দাপুটে ব্যাটিংয়ে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল কুমিল্লা। ব্যাক টু ব্যাক ম্যাচ সেরার পুরস্কার উঠল লিটনের হাতে। আগের ম্যাচে ২২ বলে ৪০, গতরাতে সিলেটের বিপক্ষে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন মাত্র ৪২ বলে।
নিজের ব্যাটিং হাইলাইটস দেখতে বসলে কি মনে হয় লিটন দাসের; হাসি দিয়ে বললেন,
‘দেখি, কিন্তু দেখে মনে হয় কী ব্যাটিং করে। একেকজনের ভিউ একেক রকম থাকে। আমার কাছে মনে হয় আরও ভালো করার সুযোগ আছে।’
লিটন দাসের মধ্যে ব্যাটিংয়ের যে শিল্পসত্তা আছে, তা হরহামেশাই বাংলাদেশ ক্রিকেটে মেলে না। লিটনের প্রতিভা, মারকুটে মনোভাব অন্য অনেক ব্যাটসম্যানের থেকে বিশ্বমানের।
লিটনও নিজের স্ট্যাট নিয়ে ভাবেন, দেখে আসে ক্রিকইনফোতে থাকা নিজের প্রোফাইলটা। এখান থেকেই ভালো খেলার তাগিদ পান লিটন দাস। বললেন,
‘ওটা আলাদা দিক। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, তখনই চিন্তা থাকে- আজকে যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো ফলো করে স্ট্যাটটা, ক্রিকইনফোর যে… (প্রোফাইল) ফলো করে, ওই জিনিসটা যখন খারাপ থাকে। নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে ভালো খেলতে হবে।’