

বিপিএল ইতিহাসের অন্যতম সফলতম দল রংপুর রাইডার্স এবারে তাদের অধিনায়ক করেছে উইকেটরক্ষক ব্যটার নুরুল হাসান সোহানকে। ৩ ম্যাচ খেলে দলকে ২ জয়ও এনে দিয়েছেন তিনি। তবে ইনজুরিতে কয়েক ম্যাচের জন্য ছিটকে গেছেন তিনি।
বাধ্য হয়েই তাই নতুন অধিনায়ক ও উইকেটরক্ষক খুঁজতে হয়েছে রংপুর রাইডার্সকে।
পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানিয়েছে নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতে মালিকই দলটির অধিনায়ক।
View this post on Instagram
খুলনা টাইগার্সের বিপক্ষে আজকের ম্যাচে ইয়াসির আলি চৌধুরী রাব্বির সঙ্গে টস করতে নামেন মালিক। টস হেরে আগে ব্যাট করবে মালিকের দল।
রংপুর রাইডার্স একাদশে আজ আছেন গতিতারকা হারিস রউফ। ওপেনার পারভেজ হোসেন ইমন সামলাবেন উইকেটরক্ষকের ভূমিকা।
রংপুর রাইডার্স একাদশ-
মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।
খুলনা টাইগার্স একাদশ-
ইয়াসির আলি চৌধুরী রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, আজম খান (উইকেটরক্ষক), আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, পল ভ্যান মেকেরেন, মাহমুদুল হাসান জয়।