

সোমবার (১৬ জানুয়ারি) বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ঘোষণা করেছে যে ভায়াকম ১৮ আসন্ন উইমেন্স আইপিএলের মিডিয়া স্বত্ব পেয়েছে। অন্যদের পেছনে ফেলে ৯৫১ কোটি রুপিতে ৫ বছরের জন্য প্রচার স্বত্ব পায় ভায়াকম ১৮।
ডিজনি স্টার, সনি অংশ নিয়েছিল কোলজ বিড অকশনে। তবে চড়া মূল্যে বিসিসিআইয়ের সঙ্গী হয় ভায়াকম ১৮।
মিডিয়া স্বত্ব থেকে এখন বিসিসিআই প্রতি ম্যাচে পাবে ৭.০৯ কোটি রুপি। যা কিনা পুরুষদের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর চেয়েও বেশি।
মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় এই নিলাম, মার্চে উইমেন্স আইপিএলের প্রথম আসরকে সামনে রেখে। এবারের আসরে ৫ দল অংশ নিবে এববগ সব ম্যাচ হবে মুম্বাইয়ে।
Congratulations @viacom18 for winning the Women’s @IPL media rights. Thank you for your faith in @BCCI and @BCCIWomen. Viacom has committed INR 951 crores which means per match value of INR 7.09 crores for next 5 years (2023-27). This is massive for Women’s Cricket 🙏🇮🇳
— Jay Shah (@JayShah) January 16, 2023
টিভি ও ডিজিটাল দুই চুক্তিই বাগিয়ে নিয়েছে ভায়াকম ১৮। এর আগে ২৩,৭৫৮ কোটি রুপিতে আইপিএলের ডিজিটাল চুক্তিও নিজেদের করে নেয় তারা। যেখানে ২৩,৫৭৫ কোটি রুপিতে ৫ বছরের টিভি রাইটস ডিজনি স্টারের।