

নারীদের ক্রিকেটে বাংলাদেশ বড় কোন নাম নয়। তবে আইসিসি উইমেন্স আন্ডার-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে বাংলাদেশের মেয়েরা নতুন করে আশা দেখাচ্ছে। দিশা বিশ্বাসের দল যেনো নারী ক্রিকেটে বাংলাদেশকে দেখাচ্ছে সঠিক দিশা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারানো বাংলাদেশ আজ মাঠে নেমেছে এশিয়ার আরেক শক্ত দল শ্রীলঙ্কার বিপক্ষে।
টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহার উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। ৪৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৩ রান করে প্রত্যাশা আউট হলে ভাঙে জুটি।
প্রত্যাশা ফেরার ওভারেই ডিরেক্ট থ্রোতে রান আউটে কাটা পড়েন মিষ্টি সাহা। প্রত্যাশার মত মেরে খেলতে পারেননি মিষ্টি। ২৪ বল খেলে কোন বাউন্ডারি ছাড়া করেন ১৪ রান।
১১.৩ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৭৯। বাকি ৮.৩ ওভারে আর কোন উইকেট হারায়নি তারা, রান তুলেছে ৮৬।
২৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৬ রান করে অপরাজিত থাকেন আগের ম্যাচে ম্যাচসেরা হওয়া দিলারা আক্তার। ২৮ বলে ৩ চার ও ২ ছয়ে ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।
২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ১ উইকেট নেন রেশমি নেত্রাঞ্জলি।