

আইসিসি উইমেন্স আন্ডার-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর প্রথম আসরের প্রথম ম্যাচেই বাজিমাত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে দাপট দেখিয়ে হারায় দিশা বিশ্বাসের দল।
আজ বেনোনির উইলোমোর পার্ক বি ফিল্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টসে জিতে যেখানে বাংলাদেশকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ-
আফিয়া প্রত্যাশা, দিলারা আক্তার, মিষ্টি সাহা, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া, দিশা বিশ্বাস (ক্যাপ্টেন), মারুফা আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা ও রেয়া শিখা।
গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। প্রতিটি দল ইতোমধ্যে খেলেছে একটি করে ম্যাচ। বেশি নেট রান রেট নিয়ে সবার উপরে আছে বাংলাদেশ।
After the first round of matches, here’s how the #U19T20WorldCup group standings look 📊 pic.twitter.com/MElmt1cuMZ
— T20 World Cup (@T20WorldCup) January 16, 2023