

রাসেল ডমিঙ্গোর চলে যাওয়া যেন মনেই হচ্ছে না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের। তিনি বললেন, কোচ দ্রুতই চলে আসবে। বিপিএল শেষে ইংল্যান্ড সিরিজ; এরমাঝেই নতুন হেড কোচ পাবে সাকিব-তামিমরা। নাজমুল হোসেন শান্ত’র বক্তব্যের পাশেই দাঁড়ালেন জালাল ইউনুস।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ মার্চ প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই সফরের আগেই হেড কোচ নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন রাসেল ডোমিঙ্গো। কে হবে টাইগারদের নতুন কোচ? এই নিয়ে চলছে নানা গুঞ্জন। লঙ্কান চন্দিকা হাথুরুসিংহে আবার বাংলাদেশের কোচ হয়ে আসছে কি?
হেড কোচ হওয়ার দৌড়ে হাথুরুসিংহে কিংবা অন্য কোনো নাম গণমাধ্যমের সামনে বলেননি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে দিয়েছেন ইঙ্গিত, মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই আসছে টাইগারদের হেড কোচ।
‘হাতুরাসিংয়ের কথা আমি বলতে পারছি না। আমি যেটা জানি, আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না। আপনারা জানেন যে, সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। ইংল্যান্ড সিরিজের আগে আমরা চেষ্টা করবো একজন প্রধান কোচ নিয়োগ দেয়ার জন্য।’
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অধ্যায় শেষ হওয়ার পর কোনো আন্তর্জাতিক সিরিজের সূচিতে নেই বাংলাদেশ দল। চলছে বিপিএলের ৯ম আসর। ইংল্যান্ড সিরিজ দিয়ে নতুন কোচের অধীনে যাবে সাকিব, তামিমরা। তবে ভারতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্যই মূলত পরিকল্পনা সাজাবে,
‘না (পরিকল্পনায় সমস্যা হবে না)। আমার মনে হয় যে চলে যায়নি, কোচ এখনই চলে আসবে। এখন বিপিএল হচ্ছে আমাদের হাতে অনেক সময়ও আছে। তার আগে আমরা ইনশাআল্লাহ কোচ নিয়োগ দিতে পারবো। ইংল্যান্ডের (সিরিজের) আগে আমরা চেষ্টা করছি একজন কোচ নিয়োগ দেয়ার জন্য। ইংল্যান্ড সিরিজ থেকে আপনারা ধরতে পারেন যে আমাদের ক্যাম্পেইন শুরু বিশ্বকাপের জন্য।’
নাজমুল হোসেন শান্ত’র করা বক্তব্য নিয়ে সহজ উত্তর দিয়েছেন জালাল ইউনুস,
‘তার (নাজমুল হোসেন শান্ত) অনুভূতিতে হয়তো অনেক কিছু ছিল। দেখুন, বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর থেকে কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। একজন খেলোয়াড় যখন এভাবে সমালোচিত হয় তখন তার মানসিক অবস্থাটা আপনার বুঝতে হবে তার উপর কি ধরনের চাপ। সেই চাপ থেকে হয়তো অনেক কিছু বলে ফেলেছে। আমি এখানে কোনো দোষ দেখি না। কারণ সবদিক থেকে চাপ ছিল। সেই চাপ থেকে বের হয়ে যে সে রান করতে পারছে সেটার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে।’