

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তবে রিজওয়ান কুমিল্লা শিবিরে যোগ দিতে পারলেন আজই। গতকাল রাতে শেষ হওয়া পাকিস্তান-নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে শেষ করে আজই বাংলাদেশে এসেছেন রিজওয়ান।
শুধু তাই ই নয়, ফরচুন বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠেও নেমে পড়েছেন তিনি। ঢাকা থেকে তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে আনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।
ঢাকা পর্বে ২ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার তলানিতে থাকা বিপিএল ইতিহাসের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি চট্টগ্রামে এসে ভাগ্য বদলে বদ্ধপরিকর।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, নাইম হাসান, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, চ্যাডউইক ওয়ালটন।