

আজ (১২ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ বাতিল করেছে তারা। আর এই প্রসঙ্গ সামনে আসতেই রাশিদ খান দিয়েছেন কড়া বার্তা।
অস্ট্রেলিয়া সরকার সহ একাধিক স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ শেষে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় তারা এই ৩ ম্যাচের সিরিজ খেলবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাখ্যা করেছে তাদের এই সিদ্ধান্তের কারণ। তালে’বান রা নারীদের শিক্ষা ও কর্মে বাঁধা দেবার সিদ্ধান্ত দেওয়া এই সিরিজ বাতিলের পেছনে অন্যতম কারণ। তালে’বানরা আফগানিস্তানের দায়িত্ব নেবার পর নারীদের খেলায় অংশগ্রহণে বাঁধা দেয়। যার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া তীব্র নিন্দা জানায়।
রাশিদ খান তার টুইট বার্তায় লিখেন,
‘অস্ট্রেলিয়া মার্চে আমাদের বিপক্ষে সিরিজ প্রত্যাহার করেছে শুনে আমি সত্যিই হতাশ। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করে অত্যন্ত গর্বিত এবং বিশ্ব মঞ্চে আমরা অনেক উন্নতি করেছি। যদি আফগানিস্তানে খেলা অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তিকর হয় তবে আমি বিবিএলে আমার উপস্থিতি নিয়েও কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। অতএব, আমি সেই প্রতিযোগিতায় আমার ভবিষ্যৎ নিয়ে দৃঢ়ভাবে বিবেচনা করব।’
https://twitter.com/rashidkhan_19/status/1613517048184975362?t=jDEjnCUlXafV4C4WzyEOjQ&s=19