

বিপিএলের মাঝপথে ঢাকা ছাড়লেন পাঁচ বিদেশি ক্রিকেটার। সংযুক্ত আরব-আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি মাতাতে চলে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন ও রংপুর রাইডার্সের দুই বিদেশি তারকা।
রংপুর রাইডার্সের সিকান্দার রাজা ও বেনি হাওয়েল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ নবী, ফজলহক ফারুকি এবং ডেভিড মালান আইএলটি২০ খেলতে যাচ্ছেন। রংপুর ও কুমিল্লা প্লে-অফের উঠলে তারা আবার বিপিএলে ফিরতে পারেন।
১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে ইউএই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০)। ৬ দলের এই টুর্নামেন্টে মোট ৩৪ ম্যাচ। এই লিগে আছে টি-টোয়েন্টির বেশ বড় কিছু নাম।
জো রুট, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, ইমরান তাহির, মার্কাস স্টয়নিস, মইন আলি, জেমস ভিন্স, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস ও শিমরন হেটমায়েরের মতো ক্রিকেটার সাথে যোগ দিতেই বিপিএল ছেড়েছেন মালান, রাজা, ফারুকিরা।
১২ ফেব্রুয়ারি আইএল টি-টোয়েন্টির ফাইনাল, একই দিনে শুরু হবে বিপিএলের প্লে-অফের লড়াই। তাই ফিরে যাওয়া তারকাদের আবার বিপিএল মাতানোর সুযোগ রয়েছে।