

জাকের আলি অনিক আজ (৯ জানুয়ারি) একা হাতে টেনেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বিপিএলে পেয়েছেন নিজের প্রথম অর্ধশতকের দেখা, তাতেও যে সন্তুষ্ট হতে পারছেন না জাকের আলি। শেষ দিকে আরও দুই’টা ছয় না মারতে পারার আক্ষেপে পুড়ছেন ভিক্টোরিয়ান্সের এই তরুণ ব্যাটার।
৩৫ বলে ফিফটি হাঁকানো জাকের আলি অনিক ইনিংস শেষ করে আসেন ৪৩ বলে ৫৭ রান নিয়ে। জাকেরের এই দুর্দান্ত ইনিংসের কল্যাণেই স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারে কুমিল্লা। কিন্তু বোলারদের ব্যর্থতায় টানা দুই হার দেখল তারা।
বিপিএল ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়ে আনন্দিত জাকের আলি দল না জেতায় হতাশ হবার-ই কথা। জাকেরের কণ্ঠে,
‘আসলে ভাই, প্রথম ফিফটি (বিপিএলে) অনেক ভালো লাগছে। তবে ম্যাচ জিতলে আরও ভালো লাগতো। আমরা তো ম্যাচ জেতার জন্যই খেলি। তো আমার মনে হয় আমার ফিফটি টা কাজে লাগত যদি আমরা জিততে পারতাম।’
বিপিএল মাঠে গড়ানোর পর আজই মিরপুর হোম অফ ক্রিকেট পেল সূর্যের দেখা। আবহাওয়া ও উইকেট ভালো থাকা সত্বেও জাকিরের মতে, দিনের প্রথম ইনিংসে ব্যাট করা কিছুটা কঠিন। শেষদিকে আর ২টা ছয় বেশি মারতে পারলে খুশি হতেন জাকের,
‘হ্যাঁ, কিছুটা বেটার ছিল (ওয়েদার)। তবে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা সবসময় কঠিন। যেহেতু ওয়েদারটা… ওভারকাস্ট ওয়েদার। আমরা চেষ্টা করেছি। তবে আমার কাছে মনে হয় আমরা ১৫-২০ রান শর্ট ছিলাম। আমিও স্লগে অতটা রান করতে পারিনি। আমি আরও ২ টা ছয় মারতে পারলে আরও সহজ হয়ে যেতো, যেহেতু আমি সেট ছিলাম।’
‘এখনো আমার মনে হয় অনেক রান করা বাকি আছে। দলকে জেতানোটা গুরুত্বপূর্ণ। আমি যদি আরেকটু স্ট্রাইক রেটটা বাড়িয়ে যেতে পারতাম, আরও দুইটা ছয় বেশি মারতে পারতা তাহলে হয়তোবা দলের জন্য বেশি ভালো হত।’