

ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) মাতাতে এবারই প্রথম পাক তারকা অলরাউন্ডার ইফতিখার আহমেদ বাংলাদেশে। তার মতে, বিশ্বের অন্যতম সেরা লিগের একটি বিপিএল। টুর্নামেন্ট খেলতে আসা বিদেশি ও বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ ইফতিখার।
আগামীকাল দুপুর দেড়টায় রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ফরচুন বরিশাল। এর আগে আজ নেটে অনুশীলন করতে এসে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে বিপিএলের সুনাম করে গেলেন ইফতিখার। তার বক্তব্য,
‘দেখুন দুটিই (পিএসএল ও বিপিএল) বড় লিগ। কোন সন্দেহ নেই বিপিএলও বেশ বড় লিগ। আমার পিএসএলে অভিজ্ঞতা বেশি। এটাও (বিপিএল) বিশ্বের অন্যতম সেরা লিগ। এখানে যে ওভারসিজ ও লোকাল ক্রিকেটার দেখছি তারা অন্যতম সেরা। বাংলাদেশের যারাই খেলছে তারা পারফর্ম করছে।’
পাকিস্তানের জার্সিতে ৪৩ টি-টোয়েন্টি, ১০ ওয়ানডে ও ৪ টেস্ট খেলা ইফতিখার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে এসে উপভোগ করছেন। এর আগে দেশের বাইরে তিনি খেলেছেন কেবল এলপিএল ও টি-টেন লিগ।
ফরচুন বরিশালের জার্সিতে ইফতিখার এরমধ্যেই খেলে ফেলেছেন নিজের প্রথম ম্যাচ। তবে সে ম্যাচে হাসেনি তার ব্যাট; ১০ বলে ১ চার ও ১ ছয়ে করেন ১৩। বল হাতে এক ওভারে খরচ করেন ৮।