

বিপিএলের প্রথম ম্যাচে জ্বলে ওঠার আগেই ১৩ রানে থেমে যায় ইফতিখারের ব্যাট। তবে সতীর্থ সাকিব আল হাসানের অনবদ্য ইনিংসের প্রশংসা করতে ভুল করেননি ইফতিখার। ফরচুন বরিশালকে নিয়ে আত্মবিশ্বাসী ইফতিখার, তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলে সামনের ম্যাচ গুলো জিততে চান।
বিপিএলের চতুর্থ ম্যাচে ১৯৪ রানের বড় সংগ্রহ করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে হারতে হয় ফরচুন বরিশালকে। অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ৩২ বলে ৬৭ রানের মারকুটে ইনিংস খেলার পরও জেতেনি তার দল।
আজ বিপিএলে কোনো ম্যাচ নেই বরিশালের। তবে টিম অনুশীলনে এসে মিরপুর হোম অফ ক্রিকেটে ইফতিখার মুখোমুখি গণমাধ্যমের। আগের ম্যাচের দাপুটে ইনিংসের জন্য প্রশংসায় ভাসালেন অধিনায়ক সাকিবকে,
‘অবশ্যই সাকিব ভাই যেভাবে খেলেছে প্রথম ম্যাচে সেটা আউটস্ট্যান্ডিং। আশা করি আগামী ম্যাচগুলোতেও সে এভাবে পারফর্ম করবে। কারণ, অভিজ্ঞ ক্রিকেটারের দায়িত্ব বেশি থাকে, সবাই আশা করে। সাকিব মা শা আল্লাহ আউটস্ট্যান্ডিং খেলেছে।’
‘গত ম্যাচে আমরা বেশ ভালো খেলেছি। সাকিব খুব ভালো ব্যাটিং করেছে। আমরা বেশ ভালো লড়াই করেছি, তবে আমাদের ফিল্ডিংয়ে বেশ ভুল হয়েছে। এই ভুলের কারণেই আমরা ম্যাচ হেরেছি। আগামী ম্যাচের আগে আমাদের পরিকল্পনা থাকবে আরও ভালো করার, জেতার।’
গত ম্যাচে ফরচুন বরিশালের সুযোগ ও সম্ভাবনা নিয়ে ইফতিখারের বক্তব্য, বোলিং ভালো হয়েছে, ফিল্ডিংয়ে ভুল করেছি। তবে সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্ন হত মনে করছেন ইফতিখার,
‘বোলিং আমাদের ভালোই হয়েছে। শিশিরের কারণে শেষদিকে একটু ঝামেলা হয়েছে। ঐ সময়ে আমরা ফিল্ডিংয়ে যে ভুল করেছি, ৩-৪ ক্যাচ ছেড়েছি ওসব সুযোগ নিতে পারলে ফল ভিন্ন হত।’
জাতীয় দলের তারকাখচিত খেলোয়াড়দের নিয়ে গড়া ফরচুন বরিশালের স্কোয়াড। দুই অভিজ্ঞ সাকিব, রিয়াদের সঙ্গে মিরাজ দলের অন্যতম সদস্য। ইফতিখার স্বাভাবিকভাবেই নিজের দলের ব্যাপারে আত্মবিশ্বাসী।
‘বাংলাদেশের যেসকল স্টার ক্রিকেটার আছে তারা আমাদের দলে, সবাই পারফর্ম করছে। মাহমুদউল্লাহকে দেখুন, সাকিব আছে, মিরাজ আছে। এবাদতও দারুণ এক বোলার। আশা করি আগামী ম্যাচে আমরা ভালো খেলব ও জিতে যাব।’
ভালো ক্রিকেট খেলেই পরের ম্যাচ গুলো জিততে চায় বরিশাল। ইফতিখারের ভাষ্য, প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের ভালো খেলতে হবে।
‘দেখুন, ক্রিকেটে আপনার প্রতিপক্ষ দেখলে চলবে না। আপনার দেখতে হবে আপনি কীভাবে খেলছেন, আপনার দল কীভাবে খেলে। নিজেকে শক্ত রাখতে হবে। আপনি ভালো ক্রিকেট খেললে অটোমেটিকালি জিতবেন। আমরা তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলবো এবং জিতে যাব।’