

ঘরের মাঠে পাকিস্তানের সাম্প্রতিক সময়ের টেস্ট রেকর্ড ঠিক আশাব্যঞ্জক নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ ড্র হলেও সেখানে ঠিকঠাক ছিল না পারফরম্যান্স। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে বাবর আজমের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একাধিকবার বাবর আজমকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়। তবে এখন সাদা বলের সিরিজ শুরু হচ্ছে বলে প্রশ্নকর্তাকে থামান বাবর।
বাবর আজমের ভাষ্য, ‘আমি মনে করি এখন সাদা বলের সিরিজ চলছে, টেস্ট সিরিজ শেষ। তাই যদি আপনার সাদা বলের ক্রিকেট নিয়ে কোন প্রশ্ন থাকে সেটা করুন।’
Question: Do you think you should step down from Test captaincy?
Babar Azam responds.#PAKvNZ pic.twitter.com/e8n5dTMyRQ
— Grassroots Cricket (@grassrootscric) January 8, 2023
বাবরকে যখন জিজ্ঞাসা করা হয় অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা তখন তিনি বলেন, ‘আমার কাউকে জাস্টিফাই করতে হবে না। আমি জানি আমি কি করছি। আমার ফোকাস পাকিস্তানের হয়ে ভালো পারফর্ম করা।’