

বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান যে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তা নতুন কোন খবর নয়। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের পর মাঝরাতেই উদযাপনে বেরিয়েছিলেন সাকিব, পরে দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসির নাম নম্বর সম্বলিত আর্জেন্টিনার জার্সি পরে।
আর্জেন্টিনা যেমন প্রিয় দল, তেমনি লিওনেল মেসি সাকিব আল হাসানের প্রিয় খেলোয়াড়। একাধিকবার সাকিব জানিয়েছেন মেসির সাথে একবার হলেও দেখা করতে চান।
গতকাল (৮ জানুয়ারি) ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় ফুটবলে মেসির সঙ্গে কোন ম্যাচে অংশ নেবার সুযোগ হলে কোন পজিশনে খেলবেন।
উত্তরে সাকিব বলেন, ‘পজিশনটা তো মেসির টা সবচেয়ে প্রিয়। তবে ওর সঙ্গে খেলতে হলে তো ওর পজিশনে খেলা যাবে না। অন্য একটা পজিশন নিতে হবে, ডি পল টলের জায়গাটা নিতে হবে।’
View this post on Instagram
রড্রিগো ডি পলকে বলা হয়ে থাকে লিওনেল মেসির বডিগার্ড। মেসির চরম ভক্ত ডি পল মাঠ ও মাঠের বাইরে মেসিকে নজর ছাড়া করেন না কখনো।