

সরফরাজ বীরত্বে সিরিজ হার এড়ায় পাকিস্তান। ম্যাচ ও সিরিজ সেরা সরফরাজ আহমেদ ভাসছেন প্রশংসার বন্যায়। বাংলাদেশি তারকা ব্যাটার মুশফিকুর রহিমও সরফরাজের সাফল্যে খুশি হয়েছেন। চার ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করা সরফরাজ টপকেছেন ১৯৮০ সালের রেকর্ড!
২০১৯ এ একাদশে জায়গা হারিয়ে চার বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাঁকান সরফরাজ আহমেদ। করাচি টেস্টের দুই ইনিংসে এক সেঞ্চুরি এবং ফিফটিতে সরফরাজ করেছেন ১৯৬ রান। দুই ম্যাচের সিরিজে সরফরাজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে এবং উইকেটের পেছনে; সবমিলিয়ে মোট ৪৩ ঘণ্টা ৩৩ মিনিট মাঠে কাটিয়েছেন।
ম্যাচ সেরা পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে তিন ফিফটি এবং এক সেঞ্চুরিতে ৮৩.৭৫ গড়ে রান করেছেন ৩৩৫ রান করে সিরিজ সেরাও হয়েছেন সরফরাজ।
মুশফিকুর রহিম টুইট বার্তায় সরফরাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,
‘মা শা আল্লাহ। আপনাকে আবার অ্যাকশনে এবং রান স্কোর করতে দেখে খুশি হলাম ভাই। এগিয়ে যান।’
রিটুইট করে সরফরাজ লিখেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া। ভাই ধন্যবাদ।’
Allah ka shukar hai bhai thanks @mushfiqur15 ❤️❤️ https://t.co/iZEYiO7aho
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) January 8, 2023
এক টেস্ট সিরিজে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার হিসেবে সর্বাধিক রান যাদের:
৩৭৫ – ইমতিয়াজ আহমেদ (৫ টেস্ট) বনাম ভারত, ১৯৬০-৬১
৩৪৪ – ইমতিয়াজ আহমেদ (৫ টেস্ট) বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৫৮
৩৩৫ – সরফরাজ আহমেদ (২ টেস্ট) বনাম নিউজিল্যান্ড, ২০২২-২৩
৩০৭ – তসলিম আরিফ (৩ টেস্ট) বনাম নিউজিল্যান্ড, ১৯৮০
২৯৩ – কামরান আকমল (৩ টেস্ট) বনাম ভারত, ২০০৬