

আম্পায়ারিং ইস্যু সময় অসময়ে বাংলাদেশ ক্রিকেটে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ডিপিএল হোক বা বিপিএল- আম্পায়ারিং ত্রুটি অনেক সময়েই হয় বিরক্তির কারণ। একাধিকবার এই ইস্যুতে মাঠেই সরব হয়েছেন সাকিব আল হাসান। গতকাল (৭ জানুয়ারি) মিরপুরে আরও একবার ঘটেছে সাকিবের আম্পায়ারের ওপর অসন্তোষ প্রকাশ করার ঘটনা।
ফরচুন বরিশালের ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। সিলেট স্ট্রাইকার্সের রেজাউর রহমান রাজার ছোড়া বাউন্সার সাকিবের মাথার বেশ উপর দিয়েই যায়। আম্পায়ারের কাছ থেকে ওয়াইড বলের সংকেত আশা করছিলেন সাকিব।
তবে লেগ সাইডে থাকা অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান ওয়াইড দেননি। তাতেই চটে যান সাকিব, ‘এই, এই, এইই’ বলে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। আম্পায়ারের সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেন সাকিব, আম্পায়ারকে হাসিমুখে ঘটনা সামাল দিতে দেখা যায়।
সিলেট স্ট্রাইকার্স উইকেটরক্ষক মুশফিকুর রহিম সাকিবকে আম্পায়ারের কাছ থেকে সরিয়ে আনেন। টিভি রিপ্লেতে দেখা যায় সাকিবের মাথার বেশ উপর দিয়ে যায় বল। ধারাভাষ্যকারও বলে ওঠেন এটা ওয়াইড ছিল। তবে লঙ্কান রোশান আবেসিংহে সাকিবের এমন প্রতিক্রিয়া অনুচিত বলেও রায় দেন।
Shakib wasn’t happy this wasn’t called a wide 👀#BPL2023 pic.twitter.com/oNe5Kh8SYJ
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 7, 2023
এই ঘটনার ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়। আম্পায়ারের সমালোচনার সাথে অনেকে সাকিবের স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন তোলেন।
বেশ কিছু ভারতীয় গণমাধ্যম সাকিব আল হাসানকে কাঠগড়ায় দাড় করিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।