

আগের প্রধান নির্বাচকের ওপরেই আস্থা রাখল বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। চেতন শর্মাই থাকছেন ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক।
৭ জানুয়ারি এক বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে তাদের নয়া নির্বাচক কমিটির কথা। চেতন শর্মার নেতৃত্বে নয়া নির্বাচক কমিটিতে আছে মোট ৫ জন।
NEWS 🚨- BCCI announces All-India Senior Men Selection Committee appointments.
Mr Chetan Sharma recommended for the role of Chairman of the senior men’s selection committee.
More details 👇👇https://t.co/K5EUPk454Y
— BCCI (@BCCI) January 7, 2023
সুলক্ষনা নাইক, আশোক মালহোত্রা ও জাতিন পারানজাপির ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) লম্বা এক প্রক্রিয়া শেষে নয়া নির্বাচকদের নাম জানান।
১৮ নভেম্বর, ২০২২ এ বিসিসিআইয়ের ওয়েবসাইটে ৫ টি নির্বাচকের পদে বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে আবেদনের ভিত্তিতে মোট ৬০০ জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন।
যাচাই বাছাই শেষে ১১ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখে কমিটি। তাদের ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউ শেষে কমিটি ৫ জন ব্যক্তির নাম সুপারিশ করে।
৫ জন হলেন- চেতন শর্মা, শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, সালিল আনকোলা ও শ্রীধরন শরত।
সিএসি চেতন শর্মাকে নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান করার সুপারিশ করে।