

আজকের (৭ জানুয়ারি) ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচের আগ পর্যন্ত সবাই জানত ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তবে মাঠে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ, টিম শিটেও মিরাজ ছিলেন অধিনায়ক হিসাবেই। ফরচুন বরিশাল দলের পক্ষ থেকে এক অদ্ভুত কারণও জানানো হয়। ম্যাচ শেষে দলের পেসার এবাদত হোসেন বলছেন এমনটা তিনি জানতেন না!
টসের পরপরই ফরচুন বরিশাল হোয়াটস্যাপে মিডিয়া গ্রুপে জানায় তাদের দল অধিনায়ক ইস্যুতে এগোবে ম্যাচ বাই ম্যাচ। তার মানে একেক ম্যাচে একেক অধিনায়ক দেখার সুযোগ আছে।
Fortune Barishal confirmed they have no fixed captain. They will select captain match by match! #BPL #CricketTwitter pic.twitter.com/qqjBgsOXKW
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) January 7, 2023
আজ যেমন মেহেদী হাসান মিরাজ ছিলেন অধিনায়ক। এমনভাবে এবাদতের কাছেও সুযোগ আসতে পারে কিনা তা জানতে চাওয়া হয় এবাদতের কাছে।
এমন প্রশ্ন শুনে আকাশ থেকে পড়েন যেনো এবাদত। তিনি বলেন,
‘না, ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি এটা কে বললো! টিম থেকে ডিক্লেয়ার হয়েছে? তাই নাকি? এটা টিম ম্যানেজমেন্ট যদি বলে থাকে আমি তো টিম ম্যানেজমেন্টের না, আমি প্লেয়ার (হাসি)। আমার জানার কথা না।’
এবাদত জানান টিম মিটিংয়েই জানতে পারেন মিরাজ অধিনায়ক হবেন- ”মিরাজ অধিনায়ক হবে কখন জেনেছি! আমরা জেনেছি যখন টিম মিটিং হয়েছে তখন।’
এবাদতের কাছে জানতে চাওয়া হয় মাঠে অধিনায়কত্ব মিরাজ একা করেছেন কিনা। মূলত মিরাজ সহ মোট ৮ বোলার মিলে ১৯ ওভার করাতে এমন প্রশ্ন আসে। উত্তরে এবাদত বলেন মিরাজ ও সাকিব মিলেই অধিনায়কত্ব করেছে।
এবাদত বলেন, ‘ওখানে কম্বিনেশন ছিল ক্যাপ্টেন্সিতে (হাসি)। যে মিরাজ ও সাকিব ভাই দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল। দেখেন আমাদের দলে বোলার অনেক আলহামদুলিল্লাহ। এটা ভালো দিক, দুজন মিলেই সিদ্ধান্ত (বোলিং চেঞ্জ) নিয়েছে।’
View this post on Instagram