

বিপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। দুই দলের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। বরিশাল অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করলেও আজ নেতৃত্বে মিরাজ।
ফরচুন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস করতে নামলেও আজ বদলেছে তাদের অধিনায়কও। আর্মব্যান্ড উঠেছে মুশফিকুর রহিমের হাতে। কিন্তু আনুষ্ঠানিক টিম শিটে মাশরাফি আছেন অধিনায়ক হিসাবেই।
তবে দুই দলের অফিসিয়াল অধিনায়ক সাকিব ও মাশরাফি আছেন সেরা একাদশে।
ফরচুন বরিশাল জানিয়েছে, তাদের নির্ধারিত কোন অধিনায়ক থাকছে না। ম্যাচ বাই ম্যাচ তারা ঠিক করবে কে পরবে অধিনায়কত্বের আর্মব্যান্ড।
Fortune Barishal confirmed they have no fixed captain. They will select captain match by match! #BPL #CricketTwitter pic.twitter.com/qqjBgsOXKW
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) January 7, 2023