

দিনকয়েক আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর প্রেসিডেন্ট জয় শাহ ২০২৩ ও ২০২৪ সালে এসসিসির পাথওয়ে স্ট্রাকচার প্রকাশ করেন। তবে সেটা জয় শাহ একা একাই সিদ্ধান্ত নিয়ে করেছেন বলে দাবি করেন পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যান নাজাম শেঠি। এক বিবৃতি দিয়ে নাজাম শেঠির বক্তব্য ভিত্তিহীন বলছে এসিসি।
শুক্রবার এক বিবৃতি দিয়ে এসিসি বলেম ‘জনাব শেঠির সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্য ভিত্তিহীন এবং এসিসি এটা কঠোরভাবে অস্বীকার করছে।’
Official media statement in response to @najamsethi ‘s comments on the ACC 2023-2024 calendar and pathway structure: https://t.co/mBXpeNOXYb
— AsianCricketCouncil (@ACCMedia1) January 6, 2023
জয় শাহের টুইটের প্রতিক্রিয়ায় নাজাম শেঠি লিখেছিলেন, ‘ধন্যবাদ জয় শাহ একতরফাভাবে ২০২৩-২৪ এর জন্য স্ট্রাকচার ও ক্যালেন্ডার প্রকাশ করার জনু। ২০২৩ এশিয়া কাপও আছে, যেখানে পাকিস্তান স্বাগতিক। আপনি আমাদের পিএসএল ২০২৩ এর কাঠামো ও ক্যালেন্ডারও দিতে পারেন! দ্রুত প্রতিক্রিয়া দিলে খুশি হব।’
Thank you @JayShah for unilaterally presenting @ACCMedia1 structure & calendars 2023-24 especially relating to Asia Cup 2023 for which 🇵🇰 is the event host. While you are at it, you might as well present structure & calendar of our PSL 2023! A swift response will be appreciated. https://t.co/UdW2GekAfR
— Najam Sethi (@najamsethi) January 5, 2023
এসিসির দাবি জয় শাহ এককভাবে কোন সিদ্ধান্ত নেননি। ক্রিকেট ক্যালেন্ডার ডেভেলপমেন্ট কমিটি অনুমোদন দিয়েছে ১৩ ডিসেম্বর, ২০২২। এছাড়া এই ক্যালেন্ডার পিসিবি সহ সব বোর্ডের কাছেই পাঠানো হয়েছিল ২২ ডিসেম্বর।